
সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলা কে মাদক মুক্ত করতে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নিদের্শে গোটা জেলা জুরে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত রেখেছেন পুলিশ, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে আজ ২৬ মে পৃর্থক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে অাটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশ ব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ পৃর্থক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার আরজি খলসী গ্রামের মৃত-মমতাজ আলীর পুত্র মোঃ ঠান্ডা মিয়া (৪৫) রঘুনাথপুর গ্রামের মোঃ ভোলা মিয়ার পুত্র রানা মিয়া (২৬) একই গ্রামের আলতাফ প্রধানের পুত্র শাহিন মিয়া (২৭) পৌর ৬নং ওয়ার্ডের মধ্যপাড়া সুবীমলের পুত্র বাপ্পী দেব পূর্ব সমসপাড়া গ্রামের মৃত- হাছেন আলীর পুত্র আব্দুস ছাত্তার (৪৫) দিনাজপুর জেলার পশ্চিম হাসিলপুর গ্রামের মৃত- জহুরুল ইসলামের পুত্র আঃ হামিদ (৩০) এদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।