
মাদকমুক্ত সমাজ চাই, ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য চাই’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় মানববন্ধন করেছে জেলা জাসদ গাইবান্ধা সদরে শনিবার ২৬ মে দুপুর ১২টার দিকে শহরের ডিবি রোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জনগণের মাঝে স্বস্তি ফিরেছে। তবে নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে।
এসময় বক্তারা মাদক বিরোধী অভিযান চালানোর নির্দেশ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। খাদ্যেভেজাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বক্তারা বলেন, খাদ্যে ভেজাল দিয়ে যারা মানুষ মারছে। তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানের মতো কঠোর অবস্থানে যাওয়া দরকার।
মানববন্ধনে জাসদ নেতা শাহ শরিফুল ইসলাম বাবলু, গোলাম মারুফ মনা, ডা. একরাম হোসেন, এসএম খাদেমুল ইসলাম খুদি, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জিয়াউল হক জনি, মুক্তাদুর রহমান মিঠু, মামুনুর রশিদ রুবেল, শামীম আল সাম্য,সুজন প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।