
জেলা কে মাদকমুক্ত করতে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশে পুলিশের লাগাতার অভিযানে গাইবান্ধার মধ্যফলিয়া হতে ৫০ গ্রাম হিরোইন সহ হাতে নাতে মাদক সম্রাজ্ঞী আম্বিয়া কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ ২৫ মে রাত্রী অনুমানিক ৯ ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার সদর থানাধীন মধ্যফলিয়া গ্রামে আম্বিয়া বেগমের স্বামীর বসত বাড়ী হতে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আম্বিয়া বেগম (৪৬) কে ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
হিরোইন সহ গ্রেফতার মাদক সম্রাজ্ঞী আম্বিয়া বেগম সদর উপজেলার মধ্যফলিয়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইন এর মূল্য ৫,০০,০০০/= টাকা। হিরোইন সহ গ্রেফতার আম্বিয়ার বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আম্বিয়ার ছেলে,মেয়ে,ছেলের বৌ ও জামাই সহ পরিবারের সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। হিরোইনসহ গ্রেফতারের ঘটনায় আম্বিয়ার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।