
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নতুন থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আব্দুস সোবহান যোগদান করেছেন। গতকাল ২৪ মে বৃহস্পতিবার রাতে তিনি বিদায়ী ওসি আতিয়ার রহমানের কাছ থেকে দায়িত্ব বোঝে নেন। এর আগে ওসি এসএম আব্দুস সোবহান কুড়িগ্রাম জেলার সদর থানায় ওসির দায়িত্ব পালন করেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায়।
এদিকে সুন্দরগঞ্জ থানার বিদায়ী ওসি আতিয়ার রহমানকে জেলা পুলিশ লাইনে বদলি দেয়া করা হয়েছে বলে জানা গেছে।
ওসি এসএম আব্দুস সোবহান ১৯৭২ সালে ৪এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি প্রথমে ২০০০ সালে সাবঃ ইন্সপেক্টর পদে যোদান করেন। পরে ২০১১ সালের নভেম্বর মাসে পদোন্নতি পেয়ে প্রথমে মতিহার থানা এবং শেষে কুড়িগ্রাম সদর থানায় ওসির দায়িত্ব পালন শেষে সুন্দরগঞ্জ থানায় আসেন।
কর্মজীবনে সফলতা স্বরুপ তিনি ১৪ বার কুড়িগ্রাম জেলার সেরা ওসি নির্বাচিত হন। নবাগত ওসি এসএম আব্দুস সোবহান বলেন, স্থানীয়দের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইন্শআল্লাহ। বিশেষ করে মাদক ও জুয়া রোধে ব্যাপক তৎপর থাকবে আমার পুলিশ বাহিনী।