
শ্রীলঙ্কার জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভার বাবা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। আর তাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় বাণিজ্যিক রাজধানী কলম্বোর দক্ষিণে রাথমালানা এলাকায় গুলিতে নিহত হন ধনাঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা। তবে হত্যাকারীকে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।
ধনঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা ছিলেন দেহিওয়ালা-মাউন্ট ল্যাভিনিয়া সিটি কাউন্সিলের কাউন্সিলর। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়েছিলেন তিনি।
এদিকে রঞ্জন ডি সিলভা নিহতের পর ধনঞ্জয়া সহ তার অনেক সতীর্থই সমবেদনা জানাতে রাতেই হাসপাতালে যান।
শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ১৩ টেস্টে ৪ সেঞ্চুরি করে ইতোমধ্যেই সামর্থ্যের জানান দিয়েছেন ধনঞ্জয়া। গেল ডিসেম্বরে ভারতের মাটিতে তার সেঞ্চুরিতে ভর করেই শেষ টেস্টে ড্র করেছিল দল। এর পর বাংলাদেশের বিপক্ষেও চট্টগ্রামে ১৭৩ রানের দুর্দান্ত এই ইনিংস উপহার দিয়ে কোচ হাথুরুসিংহের নজরে আসেন এই উদীয়মান ব্যাটসম্যান।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো, দ্য হিন্দু