
প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক এনামুল হকের ওপর হামলার প্রতিবাদে ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এর শাস্তি দাবিতে প্রেসক্লাব গোবিন্দগঞ্জে উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
২৩ মে বুধবার সকাল ১১ টায় থানা মোড় চত্বরে প্রেসক্লাব গোবিন্দগঞ্জের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টি উপজেলা সম্পাদক এম.এ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সদস্য ও কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ, বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন মন্ডল, সাপ্তহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি প্রভাষক শাহ মো. রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ আবু সাঈদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সুমন সরকার, আবু রাকিব, মোস্তাফিজুর রহমান ও মোস্তাক আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক এনামূল হকের ওপর বর্বরোচিত হামলাকারী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী আতিকুর রহমান আতিক কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অপরদিকে, প্রেসক্লাব গোবিন্দগঞ্জ চত্বরে সচেতন নাগরিক সমাজ একই দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন হাসান মাসুদ, আসাদুল ইসলাম আসাদ, সাব্বির হোসেন, শামীম হোসেন, সাগর ও সুমন মিয়া প্রমূখ।