
মায়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের হত্যাযজ্ঞের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে এসেছেন জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সোমবার (২১ মে) কক্সবাজার জেলার শামলাপুরে রোহিঙ্গা শিশুদের মাঝে দীর্ঘ সময় কাটিয়েছেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী।
এসময় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার খোঁজ-খবর নেন ম্যারি কম খ্যাত প্রিয়াঙ্কা এবং তাদেরকে স্কুলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।
তার আগে সোমবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছান প্রিয়াঙ্কা। পরে কক্সবাজারের ইনানীর একটি হোটেলে ওঠেন তিনি।
বিকেল ৩টার দিকে মেরিন ড্রাইভ হয়ে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান প্রিয়াঙ্কা। রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘক্ষণ রোহিঙ্গা শিশুদের মাঝে কাটান এই বলিউড অভিনেত্রী।
মঙ্গলবার (২২ মে) সকালে প্রিয়াঙ্কার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। পরদিন বুধবার (২৩ মে) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। এরপর বৃহস্পতিবার (২৪ মে) সকালে ঢাকার উদ্দেশে তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
বলিউডের জনপ্রিয় এই তারকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত। সংস্থাটির হয়েই প্রিয়াঙ্কা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে