1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জের ৩ নং খনগাঁও ইউনিয়নের শান্তিনগরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা যখন ‘বিনোদন’;অনিয়ম-দুর্নীতির ছায়ায় ভবিষ্যৎ প্রজন্ম! ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান এটিএম আজহারুল ইসলামের সাদুল্লাপুরে নির্বাচনী সভায় ডাঃ সাদিকের অঙ্গীকার: উন্নয়ন ও নাগরিক সেবাই হবে অগ্রাধিকার কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশনের ঘোষণা জামায়াত আমিরের দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ গাইবান্ধাকে অগ্রাধিকার দিয়ে উত্তরাঞ্চলের উন্নয়ন করা হবে —আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ত্রয়োদশ নির্বাচন, ঠাকুরগাঁও-৩ আসনে আত্মমর্যাদার সন্ধানে বিএমজেপি ও কমলাকান্ত রায়ের নতুন রাজনৈতিক যাত্রা আগামী কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এরদোগানের ওপর হামলার তথ্য ফাঁস, যৌথ তদন্তে তুর্কি-বিদেশি গোয়েন্দারা

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ মে, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ওপর হামলার প্রস্তুতির তথ্য পেয়েছে গোয়েন্দারা। হামলা সম্পর্কে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনসমূহ তদন্তের জন্য তুরস্ক ও বলকান রাষ্ট্রগুলোর গোয়েন্দারা যৌথভাবে কাজ করছে।

তুর্কি গোয়েন্দা সংস্থার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সম্প্রচারকারী চ্যালেন ‘টিআরটি’ এ খবর জানিয়েছে।

রবিবার নির্ধারিত সফরে বসনিয়া ও হারজেগোভিনা যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান। তার এই সফরের ঠিক আগ মুহূর্তে সম্ভাব্য এই হামলার তথ্য প্রকাশ পেল।

দেশটিতে বসবাসরত তুর্কিদের কাছ থেকে সম্ভাব্য এই হামলার তথ্য পায় মেসিডোনিয়ার গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তথ্যটি তারা তুর্কি গোয়েন্দা সংস্থার কাছে স্থানান্তর করেন।

তুর্কি উপ-প্রধানমন্ত্রী বেকির বোজাদাগ তার টুইটার পেজে লিখেছেন, ‘আমরা জানি যে এমন কিছু গোষ্ঠী রয়েছে, যারা আমাদের এইরকম দৃঢ়চেতা নেতাকে সহ্য করতে পারে না, তাই তারা তাকে হত্যা করতে চায়। তার ওপর পরিকল্পিত হামলার অনেক প্রতিবেদন রয়েছে। আমাদের প্রেসিডিন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এমন ব্যক্তি নন, যিনি হুমকিকে ভয় পাবেন এবং তার নীতি পরিবর্তন করবেন। যারা এখনো তাকে বুঝতে পারেননি, তারা বোকা।’

টানা ১১ বছর তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে এরদোগান ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্ট হন। আগামী জুন মাসে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন জন্য নির্ধারিত হয়েছে। এই নির্বাচনে এরদোগান দ্বিতীয় মেয়াদের জন্য অংশ নিচ্ছেন।

এর আগে চলতি বছরের শুরুতে কসোভোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ফেতুল্লাহ গুলেনের ৬ সিনিয়র সদস্য আটক করেছিল। সূত্র: স্পুটুনিক নিউজ ডটকম

আরো পড়ুন…
ইসরাইলকে রুখতে ঐক্যবদ্ধ হোন, মুসলিম নেতাদের এরদোগান
ইসরাইলকে মোকাবেলা করতে মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলনে দেয়া ভাষণে এরদোগান এই আহ্বান জানান।

গত সোমবার গাজা সীমান্তে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালালে অন্তত ৬২ জন শহীদ হন। এছাড়াও আহত হন দুই হাজারেরও বেশি লোক। এই হত্যাযজ্ঞে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা কুড়ায় এবং এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে উত্তর আমেরিকা পর্যন্ত প্রতিবাদের ঝড় ওঠে।

ইস্তাম্বুলে মুসলিম নেতাদের সামনে এরদোগান বলেন, ‘ইসরাইলি দস্যুতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পদক্ষেপ গ্রহণ পুরো বিশ্বকে এটা দেখাচ্ছে যে মানবতা এখনো মরে যায়নি।’

তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা ও হত্যাযজ্ঞকে ‘দস্যুতাবৃত্তি, পাশবিক এবং রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেন এবং জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সমালোচনা করে বলেন, অনিবার্যভাবে এটি তাদেরকে গ্রাস করবে।

ইস্তাম্বুল সম্মেলনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকলেও সৌদি আরব কেবল তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে পাঠান। একইভাবে, বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত তাদের নিচের সারির মন্ত্রীদের পাঠায়।

সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ফিলিস্তিনি ইস্যুটি আজ বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের প্রতীকে পরিণত হয়েছে। তিনি শান্তিপূর্ণ বিক্ষোভে ‘পাশবিক গণহত্যা’ চালানোর জন্য ইসরাইলের নিন্দা করেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র কোনও সমস্যার সমাধান করতে পারে না, বরং তারা এখন সমস্যার একটি অংশে পরিণত হয়েছে। তিনি মার্কিন দূতাবাস স্থানান্তরকে ইসলামিক নেশন, মুসলিম ও খ্রিস্টানদের ওপর আগ্রাসন হিসেবে বর্ণনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft