
গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল মহোদয় বাজারে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রন,ভেজাল পন্য,খাবারে রং,রোগাক্রান্ত পশুর বা ফ্রিজ যাত পঁচা মাংস,ফল ও মাছে ফরমালিন মিশ্রন পন্য বিক্রি বন্ধে আজ শ্রক্রবার সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বাজার পরিদর্শন করেন।
তিনি জানান, প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের ক্ষতিকারক দিক গুলি ও আইন কানুন নিয়ে সচেতন করা হচ্ছে। এর পরে অধাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বাজার পরিদর্শনের এসময় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া,পৌর শাহ মেয়র শাহ মাসুদ জাহাঙ্গির কবির মিলন,জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক,জেলা মৎস্য কর্মকর্তা,সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার ,ডিবির ওসি মেহেদী হাসানসহ জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মাহে রমজানের প্রথম দিনেই জেলা প্রশাসক নিজেই অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বাজার তদারকি করায় সাধারন ক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানান।
তারা উপজেলা শহর গুলির হাট বাজারে এ ধরনের বাজার পরিদর্শন অব্যাহত রাখার দাবী জানিয়ে তৎক্ষনিক কোন ভেজাল বা ক্ষতিকারক দিক পেলে ক্রেতার সন্মূখে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মোবাইল কোর্ট পরিচালনার আহব্বান জানান।