
গাইবান্ধা ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইশত ইয়াবাসহ আলামিন (২০) নামে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
আজ ১৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুমানিক ৬ টা ২৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোবিন্দগঞ্জ থানাধীন রাজাহার ইউপির আনন্দপুর (দেউলাবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার পেশাদার ইয়াবা ব্যবসায়ী আলামিন(২০) কে ২০০ পিস ইয়াবা সহ আটক করে।
ইয়াবাসহ গ্রেফতার আলামিন (২০) উপজেলার বানেশ্বর গ্রামের মোনছের আলীর ছেলে। এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, প্রথম অভিযানে উদ্ধারকৃত ২০০ পিস ইয়াবার মূল্য ৮০০০০/= টাকা। আসামি আলামিনের বিরুদ্ধে ১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামি আলামিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর করা হয়েছে।