
আজ ১৬ মে বুধবার সকাল ১০ টায় ডিআইজি রংপুর রেঞ্জের অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এপ্রিল মাসের কর্ম মুল্যায়ন সভায় গত এপ্রিল/১৮ মাসে গাইবান্ধা ডিবি কর্তৃক প্রায় ২৬ লাখ টাকার মাদক উদ্ধারে এস আই মমিরুল হক উল্লেখ যোগ্য ভূমিকা রাখায় রংপুর রেঞ্জের ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এ সময় অতি: ডিআইজি( প্রশাসন ও অর্থ) জনাব বশির আহম্মেদ,বিপিএম( বার), অতি:ডিআইজি (অপারেশন্স ও অপরাধ) জনাব মজিদ আলী, বিপিএম সহ জেলার সকল পুলিশ সুপার গন সভায় উপস্হিত ছিলেন।