
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের অভিরাম পুর গ্রামে আজ ১৫ মে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় ৫ টি বসতবাড়ীর ১২ টি ঘরসহ আসবাসপত্র। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরিবার গুলোর এসব বসতবাড়ীর ১২ টি ঘরে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। তিনি এসময় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে খাবার জন্য চাল ডাল সহ নিত্যপ্রয়োজনী সামগ্রী প্রদান করেন। এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে টিন ও নগদ অর্থ প্রদানের আশ্বাস প্রদান করেন।