1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধাকে অগ্রাধিকার দিয়ে উত্তরাঞ্চলের উন্নয়ন করা হবে —আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ত্রয়োদশ নির্বাচন, ঠাকুরগাঁও-৩ আসনে আত্মমর্যাদার সন্ধানে বিএমজেপি ও কমলাকান্ত রায়ের নতুন রাজনৈতিক যাত্রা আগামী কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান হংসবাহনা সরস্বতী দেবীর আবাহনে পলাশবাড়ী সরকারি কলেজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় সিপিবির বর্ধিত আলোচনা সভা আমীরে জামায়াতের জনসভা সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের বিশাল মিছিল পলাশবাড়ীতে র‌্যাবের অভিযানে ১ টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার পীরগঞ্জ উপজেলার সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সরস্বতী পূজা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র

আয়ারল্যান্ডের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কেভিন ও’ব্রায়ান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের হয়ে টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন কেভিন ও’ব্রায়ান। পাকিস্তানের বিপক্ষে ডাবলিনে অনুষ্ঠিত চলমান অভিষেক টেস্টের চতুর্থ দিনে ও’ব্রায়ান এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।

সোমবার (১৪ মে) ব্রায়ান টেস্ট ইতিহাসে সেঞ্চুরিয়ানদের কাতারে নিজের স্থানটি করে নেন।

১৮৬ বলে ১০টি বাউন্ডারির সহযোগিতায় পাকিস্তানী বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের বলে দুই রান নিয়ে কেভিন ও’ব্রায়ান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন। আয়ারল্যান্ডের হয়ে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডের আগে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান ও’ব্রায়ানের নামের পাশে আরেকটি রেকর্ড এখনও জ্বলজ্বল করছে।

২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে করা ৫০ বলে ওয়ানডে সেঞ্চুরিটি এখনও বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছে।

আয়ারল্যান্ডের আরো খবর…
প্রথম দিনে বৃষ্টির বদৌলতে ইতিহাসে স্থান করে নিলো আয়ারল্যান্ড
ডাবলিন: আয়ানল্যান্ডের জন্য ১১ মে, ২০১৮ দিনটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১১তম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তাদের পদার্পণ এই দিনটিতেই। কিন্তু অবিবেচক বৃষ্টি এসে সেই ইতিহাসে পানি ঢেলে দিয়েছে।

তাই দিনটি তাদের জন্য এক অদ্ভুত দিনও। ঈদের দিনে বৃষ্টি কার ভাল লাগে। তেমনি ঈদময় আনন্দের দিনের শুরুটা তারা উপভোগ করতে পারেনি।

আজকের টেস্টটা অভিষেক টেস্ট আয়ারল্যান্ডের জন্য। পাকিস্তানের বিপক্ষে আজ যা–ই করুক না কেন, ইতিহাসের অংশ হয়ে যাবে সেটিই। প্রথম চার, প্রথম ছক্কা কিংবা প্রথম উইকেট—এমনই সব রেকর্ডের যে স্বাদ আর কোনো ক্রিকেটারের পক্ষে পাওয়া সম্ভব হবে না। এমনকি শূন্য রানে ফেরাটাও প্রজন্মান্তরে উদ্যাপিত হবে অদ্ভুত এক আবেগে মাখামাখি হয়ে। তবে এসবই আয়ারল্যান্ডের নিজস্ব রেকর্ড। তবে মাঠে বল গড়ানোর আগেই অনন্য এক রেকর্ডের অংশীদার হয়ে গেছে আইরিশরা।

মজার ব্যাপার, রেকর্ডটা গড়া সম্ভব হয়েছে মাঠে বল গড়ানো সম্ভব হয়নি বলেই! পাকিস্তানের বিপক্ষে আজ (১১ মে, শুক্রবার) ডাবলিনের মেলাহাইডে ক্রিকেটের কুলীন সম্প্রদায়ের অংশ হচ্ছে আয়ারল্যান্ড। কিন্তু নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেয়নি বৃষ্টি। অঝোর ধারায় না নামলেও গুঁড়ি গুঁড়ি যে বৃষ্টি হচ্ছে, সেটাই আয়ারল্যান্ডকে সাদা পোশাকের ক্রিকেটের স্বাদ পেতে দেরি করিয়ে দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সময় দুপুর ১টা ৪০–এর আগে খেলা শুরু হওয়ার সুযোগ নেই। এই প্রথম কোনো দেশের অভিষেক টেস্টের প্রথম সকাল এভাবে বৃষ্টিতে ভেসে গেল। সংজ্ঞা অনুয়ায়ী একেই তো ইতিহাস বলে।

ইতিহাসের প্রথম টেস্টেও কিন্তু সকালের সেশনে খেলা হয়নি। মেলবোর্নে ১৮৭৭ সালের সে টেস্টে অস্ট্রেলিয়ার নির্বাচিত একাদশ ব্যাটিং করতে নেমেছিল বেলা একটায়। এতে অবশ্য বৃষ্টির কোনো ভূমিকা ছিল না। এরপর আর কোনো অভিষেক টেস্টে খেলা শুরু হওয়ার জন্য দর্শকদের এমন অপেক্ষায় থাকতে হয়নি। অভিষেক টেস্ট–সংক্রান্ত যত ধরনের রেকর্ড হতে পারে, এর মাঝে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটাই হয়তো হয়ে গেল আয়ারল্যান্ডের। অথচ গত এক সপ্তাহ রৌদ্রোজ্জ্বল আকাশ টেস্টে তাদের আনন্দময় এক অভিষেকেরই আভাস দিচ্ছিল।

স্থানীয় আবহাওয়া অফিস যে ইঙ্গিত দিচ্ছে তাতে ঐতিহাসিক দিনটা ভুলে যাওয়ার মতো এক দিনে পরিণত হতে পারে। বৃষ্টির সঙ্গে তীব্র বাতাস মিলিয়ে পুরো দিনের খেলাই পরিত্যক্ত হয়ে যাওয়ার শঙ্কা আছে। বৃষ্টির কারণে এখনো টস করতে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। আজ যদি টস করার কোনো সুযোগই না মেলে, তখন আনুষ্ঠানিকভাবে চার দিনের টেস্টে রূপ নেবে এই টেস্ট। ফলে ফলোঅনের নিয়মটা ২০০ রানের বদলে ১৫০ রানে নেমে আসবে।

সূত্র: আইরিশ মিরর

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft