
দুর্দান্ত সব জয় উপহার দিয়ে ২০১৮’র আইপিএল এর আসরে সানরাইজার্স হায়দারাবাদ শুরু থেকেই ফোকাসে। তবে মাঝে মাঝে আবার হারের স্বাদও উপভোগ করতে হয়েছে তাদেরকে। রবিবার যেমনটা ঘটলো।
সানরাইজার্স হায়দারাবাদকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের অষ্টম জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ হারলেও সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
১২ ম্যাচে ৯ জয়ে হায়দ্রাবাদের পয়েন্ট ১৮। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে চেন্নাই সুপার কিংস।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান করে সানরাজার্স। শেখর ধাওয়ান সর্বোচ্চ ৭৯ রান করেন। মাত্র ৪৯ বল খেলে এই রান করেন তিনি। তার এই ইনিংসে ৩টি ছক্কা ও ১০টি চারের মার রয়েছে। এছাড়া অধিনায়ক উইলিয়ামসন ৩৯ বলে ৫১ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে আমবাতি রাইডুর দুর্দান্ত শতকে ৬ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে পায় চেন্নাই। রাইডু ৬২ বল খেলে ১০০ রানে অপরাজিত থাকেন।
এদিন বল হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব। ৪ ওভারে ৪১ রান দেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে ৮ রানে অপরাজিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।