
মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এবং তার স্ত্রীর ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির অভিবাসন বিষয়ক কর্মকর্তারা শনিবার (১২ মে) এ নিষেধাজ্ঞা জারি করেছে।
বৃহস্পতিবার (১০ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ শপথ নেয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।
অভিবাসন কর্তৃপক্ষ বলছে, নাজিব রাজাক এবং তার স্ত্রী মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন না।
শনিবার পরিবার নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব। তার এই বিদেশ সফরের আগেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
এক টুইটে নাজিব জানান, মালেয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ তাকে জানিয়েছে যে তিনি ও তার পরিবারের সদস্যরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কোনও কারণ জানাননি তিনি। এ সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন।
আরো পড়ুন…
জনগণের রায় মেনে নিলেন নাজিব
কুয়ালালামপুর: মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে জনগণের দেয়া রায় মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ৯২ বছর বয়সী শক্তিশালী নেতা মাহাথিরের কাছে তার ক্ষমতাসীন জোট নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এ ফলাফল মেনে নিলেন।
বৃহস্পতিবার জনগণের রায় মেনে নিয়ে নাজিব বলেন, ‘আমি জনগণের রায় মেনে নিয়েছি। কোন একক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে দেশের প্রধানমন্ত্রী হবেন তা রাজার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’
দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় ছিল নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনাল। একসময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ২২বছর ক্ষমতায় ছিলেন মাহাথির। দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরে নিজের দলের বিপক্ষে দাঁড়িয়ে জয় পেলেন মাহাথির। খবর এএফপি’র।