
গাইবান্ধায় ৩৯তম জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আজ ৯ মে বুধবার বিকেলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি গৌতম চন্দ্র পাল ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, বিজ্ঞান ক্লাবের ধীরেশ চক্রবর্তী উজ্জল প্রমুখ।
বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে ৪৪ টি স্টল স্থাপন করা হয়।