
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান নিদের্শে এস আই নেওয়াজ সরদারের নেত্বতে গাড়ী তল্লাশী চালিয়ে ১কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী মহিলা কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, আজ সকাল পুলিশ কামারদহ ইউনিয়ন চাপড়ীগঞ্জ নামক রাস্তার গাড়ী তল্লাশী কালে নুর স্পেশাল গাড়ী থেকে ১ মহিলা তল্লাসি চালিয়ে ১কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী কাজলী বেগম (৩২)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাজলী বগুড়া জেলা গাবতলীথানা বাগবাড়ী গ্রামের আঃ হালিম শেখের মেয়ে
মাদক ব্যবসায়ী কাজলী( ৩২) গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।