
পা চলাচল কৃত ভ্যানে ব্যাটারি লাগানোর পর পাগলা ঘোড়ার মতো ছুটিছে দানব গতিতে রাস্তা ঘাট, গ্রাম গঞ্জে, সড়ক মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার মূলে অন্যতম একটি কারণ ব্যাটারি চালিত এসব ভ্যান রিক্সা। ঢাকাসহ বিভাগীয় শহর গুলোতে এর সব রিক্সা ভ্যান চালানো নিষিদ্ধ হলে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় সড়ক মমহাসড়কে ছড়িয়ে পড়েছে এসব ব্যাটারি চালিত ভ্যান। দেশের বিদ্যুৎ অপচয় প্রধান একটি কারণ এ মরণবাহন। যত্রতত্র চলতি পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে বড় ছোট যানবাহন গুলোর সাথে বা একাএকাই ঘটাচ্ছে ছোট বড় দূর্ঘটনা। মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ সহ প্রান হারাচ্ছে এসব মরণ বাহনে কারনে। এসব চলাচল বন্ধ করা এখন সময়ের দাবী। এ মরণ বাহনে প্রান গেলো আরেকটি শিশুর।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চার্জার চালিত অটো ভ্যানের চাপায় প্রান হারালো ৪ বছরের শিশু মোরসালিন ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,কাশিয়াবাড়ী থেকে পলাশবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি চার্জার চালিত দ্রুতগামী ভ্যান বেড়াদাংগা মোড়ে পৌছিলে নিয়ন্ত্রন হাড়িয়ে শিশু মোরসালিনকে চাপা দিলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অবস্থার বেগতিক দেখে ভ্যান চালক কেশবপুর গ্রামের নইবকস এর ছেলে আয়নাল হক পালিয়ে যায়। এ ঘটনায় নিহত শিশু মোরসালিন বেড়াদাংগা গ্রামের আনিছুর রহমানের ছেলে।