
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া নির্দেশে জেলাকে জুয়া মাদক মুক্ত করতে জেলা পুলিশের অভিযানের গাইবান্ধার মধ্য নারায়ণপুর গ্রাম হতে অভিযান চালিয়ে ১০ জুয়ারি কে হাতে নাতে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ ৭ মে রাত্রী আনুমমানিক ১২ টা ৫০ মিনিটের ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন মধ্যে নারায়ণপুর হতে অভিযান চালিয়ে ১০ জন জুয়ারু (১)মোফাজ্জল (৫৫) পিতা: মৃত: কেদার আলী (২) নুরুল (৫০) পিতা: মৃত: আ: আজিজ (৩) কল্লোল (৩০) পিতা ফুল মিয়া (৪) ফিরোজ(২৭) পিতা: মৃত: কাউছার (৫) আতোয়ার (৩০) পিতা: আ:লতিফ (৬) সাজু মিয়া(৪০) পিতা মৃত নিফসা শেখ (৭) শাজাহান (৩৭) পিতা: নবিজল (৮) আ: রশিদ(৩২) পিতা: মৃত মনছুর (৯) জহুরুল (৩৩) পিতা: চান মিয়া সর্ব নারায়নপুর থানা ও জেলা: গাইবান্ধা এবং (১০) জহুরুল (৩৫) পিতা: মৃত: জহির উদ্দিন থানা: আদমদিঘী জেলা: বগুড়া কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, আটককৃত জুয়ারি গংকে পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে উপস্হাপন করলে আদালতের বিচারক আটককৃত জুয়ারি প্রত্যেকের অর্থদন্ড প্রদান করেন।