
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীচা গ্রামে ১৫ বছরের এক বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ওই কিশোরীর প্রতিবেশী আনন্দ দাস (১৮) তার বন্ধু সাজেদুল ইসলাম (১৭) এর সহযোগিতায় তাকে ধর্ষণ করে। এ ঘটনায় গতকাল রোববার সুন্দরগঞ্জ থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে ওই যুবককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক আনন্দ দাস (১৮) ওই গ্রামের উপেন দাসের এবং সাজেদুল ইসলাম রাজু মিয়ার ছেলে। তরা দুজনই এখন পলাতক।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, গতকাল শনিবার বিকেলে ওই কিশোরীর বাড়িতে সে ছাড়া কেউই ছিল না। এ সুযোগে প্রতিবেশী যুবক আনন্দ দাস তার সহযোগি সাজেদুল ইসলামকে নিয়ে ওই বাড়িতে ঢুকে কিশোরীকে জোর করে একটি ঘরের পেছনে নিয়ে যায়। সেখানে আনন্দ দাস তাকে ধর্ষণ করে। সাজেদুল তখন পাহারা দিচ্ছিল। এসময় কিশোরীর কাকা ওই বাড়িতে ঢুকে কাউকে না পেয়ে খুঁজতে খুঁজতে ঘরের পেছনে গিয়ে ওই ঘটনা দেখতে পান। তাকে দেখে আনন্দ এবং সাজেদুল পেছনের ঝোপ-জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পুলিশ ওই দুই অপরাধীকে এখন খুঁজছে।
এঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী করেছেন স্থানীয়রা।