
স্বাধীন বাংলাদেশের প্রথম স্পীকার শাহ্ আব্দুল হামিদ এর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আজ ২ মে বুধবার বিকেলে গাইবান্ধার কৃতি সন্তান শাহ আব্দুল হামিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
এসময় আলোচনা করেন, শাহ্ আব্দুল হামিদের এর নাতী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুল, উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, শাহ্ আব্দুল হামিদ মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম মারুফ মনা, গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সংস্কৃতি কর্মী জিয়াউর রহমান হেনরী, গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর কামাল আহম্মেদ, আলহাজ্ব খান মো. সাঈদ হোসেন জসিমসহ আরও অনেকে ।
শাহ আব্দুল হামিদ শুধু বাংলাদেশের প্রথম স্পীকারই নন, একাধারে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক এবং ক্রীড়া সংগঠকও ছিলেন।তিনি গাইবান্ধা জেলা তথা বাংলাদেশের ইতিহাসের একজন উজ্জল নক্ষত্র।