
লিভারপুল ফুটবল ক্লাবের সমর্থকরা মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। নতুন একটি গানের মাধ্যমে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের ধর্ম বিশ্বাসকে উদযাপন করেছেন লিভারপুলের সমর্থকেরা।
তাদের গানের কথাটি হচ্ছে, ‘মো সা-লা-লা-লাহ, মো সা-লা-লা-লাহ, তিনি যদি তোমাদের পক্ষে যথেষ্ট হন, তবে তিনি আমার জন্যও যথেষ্ট, তিনি যদি আরো কয়েকটি স্কোর করেন, তাহলে আমিও মুসলিম হব।’
খেলায় সালাহ’র ফুটওয়ার্ক দেখে মুগ্ধ হয়ে ভক্তরা স্টেডিয়ামে তাকে নিয়ে চিৎকার করে নেছে গেয়ে এর একটি ভিডিও চিত্র তৈরি করেছে।
ভক্তদের গানের কথায় আরো বলা হয়েছে, ‘তিনি মসজিদে বসে আছেন, সেখানে আমিও থাকতে চাই।’
মিশরের জাতীয় দলের হয়ে খেলে থাকা সালাহ অল্পদিনের মধ্যেই ইংলিশ ফুটবল ভক্তদের অতি প্রিয় মানুষে পরিণত হয়েছেন।
২০১৭ সালে তিনি বিবিসির ‘আফ্রিকান ফুটবলার অফ দ্য ইয়ার’ এ ভূষিত হয়েছিলেন।
গেল ফেব্রুয়ারিতে তিনি লিভারপুল এফসি’র ১২৫ বছরের ইতিহাসে পোয়ের্তোর বিরুদ্ধে গোল করার মাধ্যমে এক মৌসুমে সর্বাধিক ৩০টি গোল করার ইতিহাস রচনা করেন। একারণে কেউ কেউ তাকে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গেও তুলনা করে থাকেন।
এফসি’র বার্সেলোনার খেলোয়াড় লুইস সুয়ারেজ সর্বশেষ ২০১৪ সালের এপ্রিল মাসে এক মৌসুমে ৩০ গোল দেয়ার খ্যাতি অর্জন করেছিলেন।
‘মিশরের কিং’ হিসেবে খ্যাত সালাহকে নিয়ে ভক্তদের এই গানকে অনেকে ইংরেজ ফুটবলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে একটি কৃতিত্ব হিসেবে দেখছেন।
ফুটবলের বৈষম্য দূর করতে কাজ করছে এমন একটি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে ‘কিক ইট আউট’। গত ৭ ফেব্রুয়ারি সংস্থাটির একটি রিপোর্টে বলা হয়েছিল, ২০১৭-২০১৮ মৌসুমের মাঝামাঝি সময়ে ফুটবল খেলায় বৈষম্যের সংখ্যা অনেক বেড়েছে।
‘ইসলামোফোবিয়াকে রুখে দিতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ’
সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিভারপুল এফসি’র সমর্থকদের এই গানকে স্বাগত জানিয়েছে।