
সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে মহান মে দিবস পালিত হয়।দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাব রেজিস্টারের কার্যালয় হতে একটি বিশাল র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাব রেজিস্টার কার্যালয়ে এসে এক শ্রমিক কর্মচারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল ককালাম আজাদ সাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উপাধক্ষ্য শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ,প্রফেসর মাহবুব আলম,সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহেল কাফি। আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবু মুসা সুমন,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান শেখ,সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু,যুব মহিলালীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু,আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ জাতীয় শ্রমিকলীগের অন্তভুক্ত শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।