
সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ থেকে ৮ নম্বরে উঠেছে বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে টাইগার বাহিনী ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৮ নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে।
র্যাঙ্কিংয়ের সর্বশেষ এ আপডেট প্রকাশিত হয় মঙ্গলবার (১ মে)।
রেটিং এর দৌড়ে বাংলাদেশ এগিয়ে বলেই র্যাঙ্কিংয়ে এ ঐতিহাসিক পরিবর্তন হয়। এক্ষেত্রে সর্বশেষ ১৬ ম্যাচে বাংলাদেশের রেটিং ৭৫, যেখানে গত ২২ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৬৭।
এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরেই আছে সদ্য দেশের মাটিতে খেলার অনুমতি পাওয়া পাকিস্তান। পাকিস্তানের রেটিং ১৭ ম্যাচ খেলে ৮৬।
র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে ভারত। ভারতের রেটিং ২৮ ম্যাচ খেলে ১২৫। দ্বিতীয় ও তৃতীয় নম্বর অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার রেটিং ৩২ ম্যাচ খেলে ১১২ এবং অস্ট্রেলিয়ার ৩৩ ম্যাচ খেলে ১০৬।
টেস্টে অস্ট্রেলিয়ার আর দক্ষিণ আফ্রিকার লড়াই বহুদিন আগে থেকেই। এরা বরাবরই একে অন্যের ঘাড়ে নিঃশাস ফেলে। তাই একে অন্যকে কাবু করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। যার ঐতিহাসিক কুৎসিত রূপ গত মার্চে বিশ্ব ক্রিকেট দেখেছে। বল ট্যাম্পারিং এর দায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ও সহ-অধিনায়ক দু’জনকেই সব ধরণের ক্রিকেট থেকে ১ বছর নিষিদ্ধ হতে হয়।
র্যাঙ্কিংয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ড ২৩ ম্যাচ খেলে রেটিং অর্জন করেছে ১০২। ইংল্যান্ড ৩৬ ম্যাচ খেলে ৯৮ এবং শ্রীলঙ্কা ৩১ ম্যাচ খেলে রেটিং অর্জন করেছে ৯৪।