
গাইবান্ধা জেলার পলাশবাড়ী – সাদুল্যাপুর উপজেলার সীমানা বাজার ঢোলভাঙ্গায় আজ মঙ্গলবার ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে র্র্যালী, আলোচনা সভা ও শহীদ শ্রমিকদের আত্মার শান্তি, শ্রমিকদের সুসাস্থ্য ও দীর্ঘআয়ূ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া সভাপতিত্বে আলোচনা সভা,দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সেক্রেটারি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: রাহিদুল ইসলাম (বাবু) সহ আরোও অন্যান্য নেতা কর্মীরা।
এসময় শ্রমিক ফেডারেশনের পলশাবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সামাদ, ২ নং হোসেনপুরে ইউনিয়ন সভাপতি সাজা মিয়া, ৩ নং সদর ইউনিয়ন সভাপতি রাজা মিয়া, সেক্রেটারি জয়নুল আবেদিন,,৪ নং বরিশাল ইউনিয়ন সভাপতি আশরাফুল, সেক্রেটারি মুক্তার, ৫নং মহাদীপুর ইউনিয়ন সভাপতি সুমন, সেক্রেটারি লোকমান, ৬ নং বেতকাপা ইউনিয়ন সভাপতি মুকুল, সেক্রেটারি রেজওয়ান,৭ নং পবনাপুর সভাপতি এনামুল, সেক্রেটারি সাজু, ৮ নং মনোহরপুর ইউনিয়ন সভাপতি বাবুল ৯ নং হরিনাথপুর ইউনিয়নের সভাপতি জাইদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল কাদেরসহ আরো অন্যান্য নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।