
ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। শুধু তামিলেই নয়, পুরো ভারতবর্ষেই মহেশ বাবুর ভক্ত নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর এ কারণেই মহেশ বাবুর ছবি মুক্তি মানেই হিট। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ভারত আনে নেনু’।
মুক্তির প্রথম দিনেই তেলেগুর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ড গড়ে এ ছবি। সেই দাপট অব্যাহত রয়েছে মুক্তির এক সপ্তাহ পরও। মুক্তির তিন দিনেই ১০০ কোটি ক্লাব স্পর্শ করে সিনেমাটি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে ‘ভারত আনে নেনু’ই একমাত্র ছবি। যেটি অল্প সময়ের মধ্যেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ৷ শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির দাপট চলছে।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ অভিনেতার বলিউড অভিষেক হবে কী না? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সম্প্রতি গুঞ্জন ওঠে দক্ষিণী সিনেমার আরেক তারকা প্রভাসের পর বলিউড অভিষেক হচ্ছে মহেশ বাবুরও। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি মহেশ বাবুকে।
অবশেষে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন মহেশ, ‘আমি বলিউড সিনেমায় কেন অভিনয় করব? আমি তেলেগু সিনেমাতেই ভালো আছি। এখান থেকেই আমি খ্যাতি অর্জন করেছি। ভক্তরা আমাকে পছন্দ করেছেন। অনেক চড়াই-উৎরাই পার করে আমি এ পর্যায়ে এসেছি। আপাতত হিন্দি সিনেমাতে অভিনয় করে নিজেকে নড়বড়ে অবস্থানে নিয়ে যেতে চাই না?’
মহেশ আরো বলেন, ‘আমি তেলেগু ইন্ডাস্ট্রিতেই অনেক খুশি আছি। বলিউডে অভিনয়ের প্রস্তাব সবসময়ই পাচ্ছি। কিন্তু আমি এখানেই সাফল্য পেয়ে খুশি। আর বাহুবলি’র মতো সিনেমা নির্মাণের পর সবাই বুঝতে পেরেছেন দক্ষিণী সিনেমারও ভালো সম্ভাবনা রয়েছে।