
গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ উল্লাহ চকপাড়া এক অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে জুয়া খেলার সরমঞ্জামসহ হাতে নাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ২৮ এপ্রিল বিকাল আনুমানিক ৪ টা :৫০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম সাঘাটা থানাধীন ভরতখালী ইউনিয়নের অন্তর্গত দক্ষিন উল্লাহ চড়পাড়া নদীর পাড়ের উপর হতে অভিযান চালিয়ে ৯ জন জুয়ারিকে জুয়া খেলার সরমঞ্জামসহ আটক করে।
আটককৃত জুয়ারিরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুকাতাইর গ্রামের মৃত ইসমাইলের ছেলে (১) শফিকুল ইসলাম (৩৮), পুটিমারী গ্রামের মৃত ফুল চাঁনের ছেলে (২) যোগীন্দ্র (৪০), কচুয়া গ্রামের মৃত আফসার আকন্দের ছেলে (৩) আবুল কাশেম (৩০), বেলতৈল গ্রামের আইজ উদ্দিনের ছেলে (৪) আজাহার আলী (৩৬), দক্ষিণ উল্লাহ চকপাড়া গ্রামের ধলু শেখের ছেলে (৫) আইনুল মিয়া(৩২), ভারতখালী গ্রামের মৃত মজিদ সরকারের ছেলে (৬)মাহবুবর রহমান(৪৭), দক্ষিণ উল্লাহ চকপাড়া গ্রামে মৃত নুর উদ্দিনের ছেলে (৭)শহিদুল ইসলাম (৩৮), একই গ্রামের দারাজ আলীর ছেলে (০৮) জিল্লুর রহমান(২৮), বেলতৈল গ্রামের ময়দান আলীর ছেলে (৯) শফিউল ইসলাম (৩৪)।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,আটককৃত জুয়ারিকে জুয়া/ ডাবু খেলারত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। আটক ৯ জুয়ারির বিরুদ্ধে সাঘাটা থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।