
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দিল্লিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ১৯ সদস্যের প্রতিনিধিদল।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন ওবায়দুল কাদের। গতকাল রবিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে যান আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পাশাপাশি ভারতের সংসদ ভবনসহ মহাত্মা গান্ধীর সমাধিসৌধ পরিদর্শন করার কথা।
ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
সফরে ভারতের রাজনীতিবিদদের সঙ্গে যে বৈঠক হবে তাতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতে যাওয়ার আগে গত শনিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের। সফরে তিস্তার পানি চুক্তি বা রোহিঙ্গা সংকট ইস্যু নিয়েও আলোচনার সম্ভাবনা নেই বলে তিনি জানান। পারস্পরিক সম্পর্ক বাড়ানোই এ সফরের মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।
ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিনিধি দলে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিছবাহউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।
আরো পড়ুন…
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনে ওবায়দুল কাদেরের সম্মানে নৈশভোজ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার সফরসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। রোববার রাতে দিল্লিতে বাংলাদেশ মিশনে ওই নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পর্টির (বিজেপি) আমন্ত্রনে তিনদিনের সফরে ভারতে অবস্থান করছেন। তিনি এই সফরে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
নৈশভোজ সভায় কুটনীতিকগণ, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনারগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকরা যোগ দেন।
ওবায়দুল কাদের এর আগে তার সফরসঙ্গী নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে বিজেপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যরা তাদেরকে স্বাগত জানান।