
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ কোচের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। ঘাতক কোচটি আটক করেছে পুলিশ।
আজ ২৩ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের চারা বটগাছ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মটর সাইকেল আরোহী ফরিদ হোসোন উপজেলার কামদিয়ার বাদশা মিয়ার ছেলে।
জানা গেছে,কামদিয়া বাজারের ডিজেল,মবিল এর পাইকারী বিক্রেতা ফরিদ হোসেন ৪ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে বাগদা ফার্ম চারাবটগাছ এলাকায় বিপরিত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ মটর সাইকেল আরোহী ফরিদুল ইসলাম ফরিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফরিদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক কোচটিকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।