
খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলা মামলায় জেএমবি’র ১৫ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
সোমবার এই রায় দেওয়া হয়। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পিপি বিধান কানুনগো বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৫ সালে ১৭ আগষ্ট মাসে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি আদালত প্রাঙ্গনসহ জেলা সদরের ৪টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার আরিফুল ইসলাম ওরফে নাসিরকে আটক করা হলে বেরিয়ে আসে সারা দেশে সিরিজ বোমা হামলার চাঞ্চল্যকর তথ্য। একে একে ধরা পড়ে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমার ওরফে বাংলা ভাইসহ জেএমবি’র শীর্ষ নেতারা। ইতিমধ্যে সিরিজ বোমা হামলা মামলার ১৮ আসামির মধ্যে অন্যতম দুই আসামি শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমার ওরফে বাংলা ভাইয়ের ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে। জামিনের পর বেলাল হোসেন নামে একজন আসামি পলাতক রয়েছে।
আরো পড়ুন…
খাগড়াছড়িতে ১৬ দোকানে আগুন
খাগড়াছড়িতে আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (০৭ এপ্রিল) মধ্যরাতে জেলা শহরের মাছ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, রাত ১২টার দিকে শহরের মাছ বাজার এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের লোকজন ঘটনাস্থলে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানায়, আগুনে দোকানসহ ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছে তারা।
ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।