
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোটি টাকার একটি প্রাচীন মুর্তি উদ্ধারের ২ দিন যেতে না যেতেই এবার ধান ক্ষেত থেকে কোটি টাকা মুল্যের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়,গতকাল ২২ এপ্রিল রবিবার দিবাগত রাত১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস,আই নূরনবী এসআই আশুতোষ, এসআই হাবীব,এসআই মুসা, এসআই আসাদ,এস আই, মঞ্জুরুল এএসআই সাইফুউদ্দিন, উপজেলার সাখাহার ইউনিয়নের শি গ্রামে অভিযান পরিচালনা করে একটি ধানক্ষেত থেকে প্রাচীন আমলের কোটি টাকা মুল্যের এই মূর্তিটি উদ্ধার করে।
গোবিন্দগন্জ থানার ওসি মুজিবুর রহমান মূর্তি উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।