
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ঘটনা স্থলে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আজ ২২ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, রংপুর মুখী বিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৬) ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-১৫-০০২৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ ঘটনাস্থলে চারজন নিহত হন। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে ১৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও সিভিল ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করছেন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি।