
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, চরের মানুষ সহজ-সরল। তারা সহযোগিতা পেলে নিজেদের উন্নয়ন তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমি চরের মানুষের সুখে দু:খে পাশে থাকতে চাই। তাদের যেকোন প্রয়োজনে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। চরাঞ্চলের মানুষের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। চরাঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখতে এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধভাবে আবারও নৌকায় ভোট দিতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযোগ্য মূল্যায়ন করে সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। মাহমুদ হাসান রিপন আরও বলেন, ফুলছড়ি-সাঘাটা উপজেলার চরাঞ্চলের মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। এই অঞ্চলের মানুষ নৌকার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। তিনি বলেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে দিনরাত পরিশ্রম করছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
গতকাল শুক্রবার বিকালে ফুলছড়ি উপজেলার পূর্ব গাবগাছি শাপলা বাজারে ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসান আলী সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী, সাধারণ সম্পাদক এডভোকেট এস.এম সামশীল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নয়া মিয়া, সহ-সভাপতি এম. এ সবুর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু সহ দুই উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ।