
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে ফেরত এসেছেন দলের তিন শীর্ষ নেতা।
তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
এরআগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে কারাগারের উদ্দেশে রওনা দেন।
বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। গত পরশু একটা সময় দেওয়া হয়েছিল তারপর সেটা বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে। তিনটা থেকে চারটার মধ্যে। আমরা সেই কারণে এসেছিলাম।’
এদিকে আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসতে যাচ্ছেন দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শীর্ষ নেতারা।
২০-দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ওই বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে।
বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে ২০-দলীয় জোটের কর্মপন্থা, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অভ্যন্তরীণ বিষয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা হবে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির জন্য পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন খালেদা জিয়া।সূত্র-আরটিএনএন