
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।যুবদের জাগরণের মধ্য দিয়েই নির্মিত হবে সমৃদ্ধ বাংলাদেশ। এসো জীবনের কথা বলি, সমৃদ্ধির কথা বলি। তোমার হাতেই স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর প্রশিক্ষিত যুবদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন পলাশবাড়ী যুব জাগরণ সেচ্ছাসেবী সংস্থার আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে আত্মপ্রকাশ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, বিনা মুল্যে রক্ত পরীক্ষা, রক্ত দান, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক তোফায়েল আহম্মদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব জাগরণ সেচ্ছাসেবক সংস্থার আহবায়ক একেএম আকতারুজ্জামান সোহাগ, আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, বাংলাভিশন জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবু, উপজেলা যুব অধিদপ্তর কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্যাহেস শাফি,পলাশবাড়ী সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, থানা অফিসার তদন্ত মোস্তাফিজ,প্রকৌশলী মোন্তাছির আহমেদ লিখন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা,আনন্দ টিভি জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শাকিউল ইসলাম বাপ্পী এসময় পরিচালনায় সহযোগীতা করেন এস এম মেহেদী হাসান,মাবিয়া আক্তার।