ফ্রান্সের চার্মস এলিসেসে একজন পুলিশ হত্যার প্রতিবাদে পথে নেমেছে প্রায় শতাধিক পুলিশের স্ত্রী ও প্রেমিকারা।
প্যারিসে ‘কারিম চেউরফি’ নামে এক দুস্কৃতিকারীর পরপর দু’দফা গুলিতে পুলিশ কর্মকর্তা ‘জেভিয়ার জুগেলে’ নিহত হবার দুদিন পর এ হত্যার প্রতিবাদে পুলিশ পত্নিদের এই দলটি রাজপথে নামলো।
ফান্সের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, পুলিশ গার দ্য নর্দ স্টেশনে হত্যাকারী সন্দেহে একজনকে ছুরিসহ গ্রেপ্তার করেছে।