
পুরো এক মাস অতিক্রিান্ত হলেও হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি-দয়াকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ইউপিডিএফ’র অভিযোগ পুলিশ অপহৃত দুই নেত্রীকে উদ্ধারে কার্যকর কোনো ভূমিকা রাখছে না।
পুলিশ দাবি করছে তারা দুই নেত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাঙ্গামাটির কুতুকছড়ি থেকে সকাল সোয়া ৯টায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটির জেলার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
অপহৃত মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমা জানান, মঙ্গলবার এক মাস পূর্ণ হলো তার বোনকে অপহরণ করার। কিন্তু পুলিশ আজও পর্যন্ত কোনো খোঁজ দিতে পারেনি।
তবে তার বোনকে উদ্ধারে তারা চেষ্টা করছেন। তিনি আশা প্রকাশ করেছেন শিগগির তার বোনকে ফিরে পাবেন।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা জানান, অপহরণকারীরা দুই নেত্রীর পরিবারের সাথে যোগাযোগ করে বলেছিল, মামলা তুলে নিলে তারা দুই নেত্রীকে ছেড়ে দেবেন। কিন্তু মন্টি-দয়ার সাথে কেউ কথা বলতে পারেনি।
ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমা জানান, আজ এক মাস হলো, অপহৃত দুই নেত্রীর কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। মামলার আসামিদেরও গ্রেপ্তার করছে না।
তিনি জানান, মন্টি-দয়াকে যদি উদ্ধার করা না যায় তবে এর দায় সরকারকেই নিতে হবে।
অবিলম্বে দুই নেত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানান তিনি।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, দুই নেত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে। তবে, পুলিশ আসামিদের ধরতে বিলম্বের কারণ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকাকে দায়ী করছেন।সূত্র-আরটিএনএন