
রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫৮ দিন বাকি। কিন্তু বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল সিরিয়ার অশান্ত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জেরে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।
কিন্তু রাশিয়া বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির প্রধান অ্যালেক্সি সরোকিনের মতে, কোন দলই নাম প্রত্যাহার করবে না। জার্মানির দৈনিক ‘ব্লিড’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘কোনো দেশের ফুটবল ফেডারেশন থেকে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয়নি। এমনকি কোনো দেশ বিশ্বকাপ বয়কট করতে পারে, সে তথ্যও নেই আমাদের কাছে।’
তিনি আরো বলেছেন, ‘বিশ্বকাপ চলাকালীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরধার করা হবে। যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করবো। বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে কোনো সংঘর্ষের কোনো আশঙ্কাও নেই।’