
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নববর্ষকে ধর্মীয় আবরণ দেয়ার চেষ্টা করেছিল বিএনপি। বাংলা নববর্ষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। শহর, গ্রাম সবখানেই সবাই একসঙ্গে নববর্ষের উৎসব উদযাপন করে।
শনিবার গণভবনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় দেশে-বিদেশে সব বাঙালিকে বাঙলা নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে যাতে দেশে এমন কোনও অশুভ শক্তি না আসে যারা সমাজ, ধর্ম ও সংস্কৃতির ওপর আঘাত করতে পারে। এমন কোনও শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কারণ বাংলা আমাদের দেশ, এখানে কোনও অপশক্তি থাকতে পারে না। ’