ভারতের মোদি সরকার-পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে একটা বড়সড় চমক দিতে চাইছেন যেমনটা এ পি জে আবদুল কালামকে রাষ্ট্রপতি পদে এনে করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তাই, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে মনোনীত করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের তামিলনাড়ু রাজ্যে ক্ষমতাসীন হওয়া নিয়ে উচ্চাকাঙ্ক্ষী বিজেপি। কিন্তু কোনোভাবেই তামিলনাড়ুর ভোটারদের নিজেদের দিকে ঘোরাতে পারছে না গেরুয়া দল। বিজেপি চাইছে আগামী দিনে দক্ষিণ ভারতেও নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে।
জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন। আর তা কেন্দ্র করেই বিজেপির দুই নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশির রাষ্ট্রপতি হওয়ার জোরদার সম্ভবনার কথা লোকমুখে ঘুরছিল। কিন্তু বাররি মসজিদ ধ্বংস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সেই চিত্রটা পুরোপুরি বদলে গেছে। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই মামলায় অভিযুক্ত আদবানি ও যোশির বিরুদ্ধে মামলা চলবে। ফলে রাষ্ট্রপতি হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন দুজনেই।
কয়েক মাস আগে রাষ্ট্রপতি হিসেবে অমিতাভ বচ্চনের নামও ভাবা হচ্ছিল বলে খবর। তবে পানামা তথা ফাঁস মামলার পর অমিতাভের নামও বাতিল করা হয়েছে। প্রণব মুখার্জিকে দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপতি করার পক্ষে নেই মোদি সরকার। তাই এবার চমক দিতে রজনীকান্তের নামই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। মূলত পছন্দের রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনীয় ভোট শেয়ার থাকছে না বিজেপির৷ ফলে ওড়িশার বিজু জনতা দল বা তামিলনাড়ুর এআইএডিএমকে-র মতো কোনো অ-কংগ্রেসি দলের সঙ্গে সমঝোতা করে সহজেই এই ফারাকটা মিটিয়ে ফেলতে চাইবেন মোদি।
ঐক্যমতে প্রার্থী নির্বাচন বিজেপি মনে করছে রজনীকান্ত প্রার্থী হলে তিনি সর্বসম্মত ভোট পাবেন। কারণ তিনি সে অর্থে রাজনৈতিক ব্যক্তি নন, মানুষ হিসেবে ভালো সজ্জন ব্যক্তি, তার নামের সঙ্গে বিতর্কও জড়িয়ে নেই। জনপ্রিয়তা তার জুড়ি মেলা ভার। তাই রজনী প্রার্থী হলে কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলোও বিশেষ বিরোধিতা করবে না। কারণ রজনী অত্যন্ত জনপ্রিয় নাম, রজনীকান্তের বিরোধিতা করা মানে ভোট বাক্সে তার প্রভাব পড়বে। পাশাপাশি বিজেপির পছন্দমতো প্রার্থীকে রাষ্ট্রপতি করতে গেলে বিজেপির এআইএডিএমকে-র সঙ্গ চাই। রজনীকান্ত প্রার্থী হলে তাকে না বলে তামিলনাড়ুতে সুপারস্টারের সমর্থকদের ভোট হাতছাড়া করতে চাইবে না এআইএডিএমকে। একেই দলের মধ্যে চোরাস্রোত বইছে নানা রাজনৈতিক কারণে। এই সময় বরং রজনীকান্তকে সমর্থন দিয়ে ভোট টানার চেষ্টাই করবে এই দল।