
বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, গণতন্ত্র পুণরুদ্ধার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ ১১ এপ্রিল বুধবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাবেক এমপি রওশন আরা ফরিদ, জিয়া পরিষদের সদস্য ও শহর বিএনপির উপদেষ্টা খন্দকার আহাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, এসএম হুনান হক্কানী, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, রাজিউল আলম রনি প্রমুখ।
এসময় বেগম খালেদা জিয়ার কারামুক্তি, গণতন্ত্র পুণরুদ্ধার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা ।