
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরে গাইবান্ধা পলাশবাড়ী সড়কে উপজেলা গেটের সামনে গাইবান্ধা হতে ঢাকা চলাচলকারি ভাই বন্ধু কোচের চাপায় গাইবান্ধা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ৪৯৪ এর সদস্য নওশা মিয়া (৫০) ঘটনাস্থলে নিহত হয়।
দুর্ঘটনাস্থলের স্থানীয়রা জানায়, আজ ১১ এপ্রিল আনুমানিক সকাল ৭ ঘটিকায় ঢাকা হতে গাইবান্ধা গামী ভাই বন্ধু কোচের চাপায় পথচারি শ্রমিক নওশা মিয়া ঘটনাস্থলে নিহত হয় পরে স্থানীয়রা সহ স্বজনেরা নিহতের মরদেহ নিজ বাড়ীতে নিয়ে যায়।
নিহত নওশা মিয়া (৫০) পলাশবাড়ী সদরের উদয়সাগর গ্রামের আলহাজ্ব বাদশা মিয়ার বড় ছেলে। সে পলাশবাড়ী কালিবাড়ী হাট বাজারের শ্রমিক হিসাবে কাজ করতো।