
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী জাতীয় গনমাধ্যম সপ্তাহকে (১-৭মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা কমিটি এ স্মারকলিপি প্রদান করে।
আজ বেলা ১২টায় গাইবান্ধা জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান। এসময় বিএমএসএফ গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহবাহক খালেদ হোসেন, আশরাফুল ইসলাম, সদস্য সচিব জাভেদ হোসেন, সদস্য বিমল কুমার, মাহাবুব, আশরাফুজ্জান, সিরাজুল ইসলাম রতন, শহিদুল ইসলাম, একেএম আরিফ আলাল,আহসানুল হক বিপ্লব, আবু জাফর মন্ডল, সোহেল রানা, শহিদুল ইসলাম, আতিকুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মাছুদার রহমান মাছুদ, ফজলার রহমান উপস্থিত ছিলেন।