
গাইবান্ধা মোল্লারচর এলাকা হতে গতকাল ৮ এপ্রিল রাত্রী আনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় ৫ জুয়ারিকে হাতে নাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানার দুর্গম এলাকা মোল্লার চর ইউনিয়ন হতে রাতভর অভিযান চালিয়ে ৫ জন জুয়ারু (১)মনিরুজ্জামান টিক্কা(৪০) পিতা চেরাগ আলী মুন্সি সাং পশ্চিম কামারের চর ২।আ: বাছেদ(৩৬)পিতা গফুর সাং সানন্দাবাড়ি ৩।আ: আওয়াল (৪৫) মৃত ইসাহাক সাং পশ্চিম কামারের চর সকলের থানা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর ৪।বাবুল মিয়া(৩০) পিতা আঃ জলিল ফকির সাং সন্ন্যাশীর চর ও ৫। শাহাজাহান(৩৫) পিতা নবাব আলী সাং জিগাবাড়ি উভয়ের থানা ফুলছড়ি জেলা গাইবান্ধাকে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
উল্লেখ্য যে, মোল্লারচর গ্রামটি থানা সদর হতে দুরবর্তী ও দুর্গম এলাকা হবার কারনে সেখানে নৌপথে যেতে ৪/৫ ঘন্টা সময় লাগার কারনে আসামীরা প্রশাসনের চোঁখে ফাকি দিয়ে তথায় রাতে গানবাজনা ও জুয়ার আয়োজন করে থাকে।
এখবর নিশ্চিত করে ওসি ডিবি মেহেদী হাসান জানান, জুয়ারি গং কে আটকের পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্টেড ও সদর উপজেলা নিবার্হী অফিসার রফিকুল ইসলাম প্রত্যেক আসামিকেদের ১ মাস করে জেল প্রদান করেন।