1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

তেলেগু ছবিতে বাংলাদেশের নায়িকা

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাপিয়ে তেলেগু সিনেমায় অভিষেক ঘটলো মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তার। ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাভুডু’। মাঝখানে গুজব ছড়িয়েছিল মিডিয়া ছেড়ে দিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু কয়েকমাস অনেকটা আড়ালে থেকে দক্ষিণী সিনেমার নায়িকা হয়ে ফিরেছেন বাংলাদেশের এ মডেল ও অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন শিবা গণেশ। নির্মাতা জানিয়েছেন, মেঘলা এই ছবির গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম চৈত্রা।

ভারতের অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরালায় শুটিং হয়েছে মেঘলার এই তেলেগু ছবির। ৫ জানুয়ারি শুরু হয় শুটিং। চলে ৩১ মার্চ পর্যন্ত। ১ এপ্রিল বাংলাদেশে ফিরেছেন এই নায়িকা।

তেলেগু ভাষার বাণিজ্যিক ঘরানার এই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে মেঘলা বলেন, ‘সবচেয়ে বড় কথা ভারতে গিয়ে তেলেগু ভাষায়, তেলেগু ছবিতে নায়িকা হতে পারব, কোনো দিনই আশা করিনি। এ এক অন্য রকমের অনুভূতি।’

এই ছবিতে তাকে দেখা যাবে তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারের সঙ্গে অভিনয় করতে। সেখানে সুমন তালওয়ারকে মেঘলার বাবা হিসেবে দেখা যাবে। আর নায়ক হিসেবে থাকছেন তানিষ্ক রেড্ডি।

ভারতের তেলেগু সিনেমা অভিনয় করার সুযোগ হল কীভাবে এমন প্রশ্নের জবাবে মেঘলা বলেন, গত বছরের ডিসেম্বর মাসে এক বন্ধুর মাধ্যমে কাজের প্রস্তাব আসে। পরে হায়দরাবাদে গিয়ে অডিশন দিয়েছিলাম। এরপর একদিন জানতে পারেন অডিশনে টিকে গেছেন। শুটিংয়ের সময় ভাষা না জানায় একটু সমস্যা হয়েছিল বলে জানান তিনি।

মেঘলা আরো বলেন, ‘প্রথম ১০ দিন সমস্যা হয়েছে। শুটিংয়ের এক ফাঁকে হায়দরাবাদে গিয়ে তেলেগু ভাষার ওপর আট দিন অনুশীলন করি। তবে এরপরও একজন দোভাষী ছিলেন সেটে। তিনি সংলাপ ইংরেজিতে লিখে দিতেন। আমি বাংলা করে দৃশ্যটি বুঝে নিয়ে শুটিং করতাম।’ আগামী ১৫ থেকে ৩০ জুনের মধ্যে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft