
সুপারহিট ‘মনপুরা’ মুক্তির দীর্ঘ নয় বছর নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমেরনতুন ছবি আসছে প্রেক্ষাগৃহে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (৬ এপ্রিল)।
গিয়াসউদ্দিন সেলিম জানান, ‘স্বপ্নজাল’-এর গল্পটা দুই বাঁধনহারা তরুণ-তরুণীর। তাদের সীমাহীন প্রেমের। এই গল্পটার মূল টার্গেট তরুণ দর্শক। যারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। কারণ তারা নিজেকেই খুঁজে পাবেন এই ছবির পরতে পরতে। তাই তরুণদের কাছে সেই আহ্বান পৌঁছে দিতে জোর কদমে প্রচারণা চালাচ্ছেন ‘স্বপ্নজাল’-এর নির্মাতা, শিল্পী ও অন্যান্যরা।
‘মনপুরা’ যেমন দর্শককে মুগ্ধতায় ডুবিয়েছে, তেমনি ‘স্বপ্নজাল’ও দর্শককে ভালো লাগার অন্যরকম এক জালে আবদ্ধ করে নেবে বলেই আশাবাদী নির্মাতা।
‘স্বপ্নজাল’ ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস।
আজ সোমবার (২ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ‘স্বপ্নজাল’ টিম। সেখানকার সিনেমা ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীদের কাছে এই ছবির আবেদন তুলে ধরবেন সংশ্লিষ্টরা। প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য বলবেন। এর আগে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলো ‘স্বপ্নজাল’ টিম।
নির্মাতা জানিয়েছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তিনি প্রচারণার কৌশল বদলেছেন। ‘স্বপ্নজাল’ মুক্তি ঠিক আগ মুহূর্তে এর গান প্রকাশ করবেন। তার মতে, এটাই সময়োপযোগী প্রচারণার কৌশল।