
মাদক-জুয়া ও জঙ্গিবাদের বিরুদ্ধে গাইবান্ধায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মান্নান মিয়া। একই সঙ্গে সন্ত্রাস ও যানজটমুক্ত গাইবান্ধা গড়তে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।
আজ ১ এপ্রিল রবিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।
এই মতবিনিময়সভার আলোচনায় গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে অংশ নেন- আবু জাফর সাবু, গোবিন্দলাল দাস, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, অমিতাভ দাশ হিমুন, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, নুরুজ্জামান প্রধান, ইদ্রিসউজ্জামান মোনা, উত্তম সরকার, উজ্জল চক্রবর্ত্তী, আরিফুল ইসলাম বাবু, এবিএম ছাত্তার, আফরোজা লুনা, রিকতু প্রসাদ প্রমুখ।
জেলা পুলিশ সুপার (এসপি মো. আবদুল মান্নান মিয়া তার বক্তব্যে বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের ধরণ আলাদা হলেও তারা উভয়ই জনকল্যাণ ও সামাজিক সমস্যা-সংকট নিরসনে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। সেজন্য জেলার মাদক-জুয়া, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রনে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্যাহ আল ফারুক, ডিআই- ওয়ান মইনুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার, ওসি ডিবি মেহেদী হাসান প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবুকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারের হাতে প্রেস ক্লাবের বিভিন্ন প্রকাশনা তুলে দেয়া হয়।
সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মান্নান মিয়া ইভটিজিং প্রতিরোধ, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জঙ্গিবাদ, মাদকসহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন সেইসাথে জেলা পুলিশের কর্মকান্ডে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময়কালে সাংবাদিকরা গাইবান্ধার আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সমস্যা, সংকট নিরসনসহ জনকল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বক্তব্য রাখেন।
এসময় মতবিনিময়সভায় জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।