
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গতকাল ৩০ মার্চ রাত্রি আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী- রংপুর বাসস্ট্যান্ড এলাকা হতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারু কে আটক করে।
ডিবি পুলিশের হাতে আটককৃত জুয়ারুরা হলো উপজেলার সদরের গৃধারীপুর গ্রামের মৃত আঃ হাই সরকারের ছেলে (১) জাকির হোসেন (৩৫), মৃত আঃ কুদ্দুস আকন্দের ছেলে (২)ফারুক আকন্দ(২৮), গোল্লা মিয়ার ছেলে (৩) আনছার(৩৩), মৃত গোকুল দাসের ছেলে (৪)শ্যামল দাস(২৯), সোহরাব আলীর ছেলে (৫)মোঃআঃ রাজ্জাক(৩৫) ও পীরগঞ্জ উপজেলার গাং জোয়ার গ্রামের আজিজার ছেলে (৬) মিলন(৩৫) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালত উপস্হাপন করলে আদালত সকল কে অর্থদন্ড প্রদান করেন।