
শুরু থেকেই ‘বাঘি ২’ নিয়ে আলোচনা তুঙ্গে। আর এর অন্যতম কারণ বলিউডের সেনসেশন টাইগার শ্রফ। ট্রেলারে এ অভিনেতার অতিমানবীয় পারফরম্যান্স ছবিটির আলোচনা আরেকটু বাড়িয়ে দেয়। আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
ছবির ট্রেলার প্রকাশ হওয়ার প্রথম দিনে ইউটিউব, ফেসবুক, হটস্টার ও স্টার টিভি নেটওয়ার্ক মিলে ভিউ হয়েছে ৬ কোটি বার। ছবির গানগুলোও পায় ব্যাপক জনপ্রিয়তা।
তবে এ সিনেমায় অ্যাকশন হবে সবচেয়ে আকর্ষনীয় বিষয়। টাইগার শ্রুফ বলেন, ছোটবেলা থেকেই আমি সিলভেস্টার স্ট্যালোনের ভক্ত। তাই অ্যাকশন আমার রক্তে মিশে আছে। `বাঘি ২`-এ আমার অ্যাকশনগুলো দেখলে অনেকেরই মনে হবে `র্যাম্বো` ছবিটির কথা।
ছবিটির প্রযোজক বলেন, বাঘিকে ছাড়িয়ে যাওয়ার জন্য `বাঘি ২`-এ বেশকিছু চমক আছে। `বাঘি` ছবির হাই-অকটেন নির্ভর অ্যাকশন সিক্যুয়েন্স আর মার্শাল আর্টের নিখুঁত ব্যবহার দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল। `বাঘি ২` ছবিতে তা আরও দৃঢ় করতে চেষ্টা করেছি। এজন্য আমরা থাইল্যান্ড, হংকং, লসঅ্যাঞ্জেলস ও চীন থেকে অ্যাকশন ডিরেক্টরদের নিয়ে এসেছি।
দীর্ঘ ৬ মাস পরিশ্রম করে এগুলো সাজিয়েছেন আহমেদ খান। এ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে আছেন দিশা পাটানি। আরও অভিনয় করেছেন মনোজ বাজপায়ি, রঞ্জিত হোন্ডা। ছবিটির দৃশ্যধারণ শুরু হয় ২০১৭ সালের ৮ আগস্ট। মুম্বাই, পুনে, মানালি, গোয়াতে।
ব্যক্তিজীবনে টাইগার বলিউডের অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে। অনেক তারকার ছেলেমেয়েই তাদের বাবা-মার হাত ধরে বলিউডে এসেছেন, আর তাদের মধ্যে টাইগারও একজন। তবে বলিউডে আসার পর বাবার দেখানো পথে না চলে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন তিনি। আর তাই তাকে অন্যদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে।
অনেকেই তার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেছেন, কেউ কেউ আবার তার অভিনয় প্রতিভা নিয়েও সন্দেহ করেছিলেন। তবু তিনি নিজের মনোবল ভেঙে যেতে দেননি।
আর সে জন্যই `বাঘি`র সাফল্যের পর জানিয়ে দিলেন আগামী ৩০ মার্চ মুক্তি পাবে `বাঘি ২`। এখন দেখার বিষয় বক্স অফিসে কতটা হিট হয় বাঘি-২। এদিকে `বাঘি ২`র মুক্তির আগেই পরিচালক ঘোষণা করেছেন আসছে `বাঘি-থ্রি`।