
প্রীতি ম্যাচে বর্তমান রানার্স আপ দল আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়্বে বিশবকাপের আগে নিজেদের শক্তির জানান দেউ ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। আর এই ম্যাচ জেতার পর বেশ উচ্ছসিতেই দেখা গিয়েছে স্পেনের প্লেয়ারদেরকে।
তবে এতো উচ্ছ্বাসের কারনে বিপদের পড়তে পারে স্পেনের খেলোয়াড়রা এমনটাই মনে করছেন বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে। ভালভার্দে বলেন ,’‘আমরা শুধু ভাবতে পারি এটা একটা জয়। ৬-১ শুধু একটা সংখ্যা। কিন্তু অতিমাত্রার আত্মবিশ্বাসের কারণে এটা স্পেনের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।’